এ বি এন এ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০ টায় রাজধানীর মহাখালী ডিওএইচএস জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
হান্নান শাহ’র দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। বাদ জোহর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে তৃতীয় জানাজা। এরপর তার মরদেহ রাখা হবে সম্মিলিত সামরিক হাসপাতালের মরচুয়ারিতে।
সেখান থেকে শুক্রবার সকালে হান্নান শাহ’র মরদেহ নেয়া হবে নিজ জেলা গাজীপুরে। সেখানে আরও দুই দফা জানাজা শেষে কাপাসিয়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এর আগে গত মঙ্গলবার ভোরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান হান্নান শাহ। বুধবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের এক ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তার মরদেহ। মরহুমের ছোট ছেলে শাহ রিয়াজুল হান্নান ও মেয়ে শারমিন হান্নান সুমি মরদেহের সঙ্গে ছিলেন।
লাশ গ্রহণ করতে বিমানবন্দরে ছিলেন হান্নান শাহর বড় ছেলে শাহ রেজাউল হান্নান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ। এরপর মরদেহ নেয়া হয় মরহুমের মহাখালীর ডিওএইচএসের বাসায়।