এবিএনএ : রাজধানীতে হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে হরতাল চলাকালে পিকেটাররা শাহবাগ মোড় অবরোধ করতে গেলে এই ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় তিন জনকে আটক করে পুলিশ।
গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগরীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ও বাম মোর্চার অর্ধদবিস হরতাল কর্মসূচি পালন করছে। সকালে হরতালের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড় থেকে প্রগতিশীল ছাত্র জোটের কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। ফলে ওই পথে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে তাদের উঠিয়ে দেয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় হরতাল সমর্থকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল ও জলকামান ব্যবহার করেন।
হরতালে নগরীতে তেমন কোনো প্রভাব পড়েনি। স্বাভাবিক ছিল যানবাহন চলাচল। প্রতিনিদিনের মতোই সচল ছিল সকল প্রতিষ্ঠান। ঢাকার রাস্তায় যানজটও ছিল অন্যান্য দিনের মতোই। তবে সারা দেশে পরিবহন শ্রমিকদের ধর্মঘট চলার কারণে রাজধানী থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যেতে পারেনি।