এ বি এন এ : একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করার প্রতিবাদে তার দল জামায়াতে ইসলামীর ডাকা হরতাল চলছে কড়া নিরাপত্তার মধ্যে।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীতে বিভিন্ন মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। র্যাব সদস্যরাও হরতালে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে। হরতালের প্রথম তিন ঘণ্টায় রাজধানীর কোথাও জামায়াত-শিবিরকর্মীদের তেমন কোনো তৎপরতা বা মিছিল-পিকেটিংয়ের খবর আসেনি। কোথাও কোনো গোলযোগও ঘটেনি বলে বিভিন্ন থানার পুলিশ কর্মকর্তারা জানিয়েছে। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মারুফ হোসেন সরদার বলেন, তারা যেন হরতালে কোনো নাশকতা না চালাতে পরে, নাগরিকদের জীবনযাত্রায় ব্যাঘাত ঘটাতে না পারে, সে জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।