এ বি এন এ : হজ ব্যবস্থাপনা, গ্যাসের মূল্য বৃদ্ধি ও সরকারদলীয় মন্ত্রীদের বক্তব্যের কঠোর সমালোচনা করে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বর্তমান ক্ষমতাসীন সরকারের অনিয়ম, দুর্নীতিতে হজ অব্যবস্থাপনার চরম পর্যায়ে পৌঁছেছে। আজ শনিবার বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ধর্মমন্ত্রী বলেছেন, গত বছর হজকে কেন্দ্র করে ১০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। এবারও ১৫টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ৭ হাজার হজযাত্রীর হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। জানি না আরও কত দুর্ভোগ অপেক্ষা করছে হাজিদের জন্য। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হারুন-অর রশিদ, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্রাহ মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ, নির্বাহী কমিটর সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম পটু প্রমুখ।