এ বি এন এ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘স্বাধীনতা বিরোধীরা জাতির পিতার লক্ষ্য পূরণ করতে দেয়নি। পঁচাত্তরের পর সে দৃশ্য পাল্টে যায়। যুদ্ধাপরাধীদের ক্ষমতায় বসানো হয়, বিভিন্নভাবে পুরষ্কৃত করা হয়।’
বুধবার দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে ‘অসুস্থ, অস্বচ্ছল ও দুর্ঘটনায় আহত এবং নিহত সাংবাদিকদের পরিবারের সদস্যদের মধ্যে সহায়তা ও অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, স্বাধীনতার চেতনা ধ্বংস করে ভিন্ন চেতনা নিয়ে আসতেই পঁচাত্তরে জাতির পিতাকে হত্যা করা হয়েছিলো। এটাই ছিলো তাদের লক্ষ্য। কিন্তু দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোই ছিলো জাতির পিতার লক্ষ্য।
এর আগে প্রধানমন্ত্রী অসুস্থ, অস্বচ্ছল ও দুর্ঘটনায় আহত সাংবাদিক এবং নিহত সাংবাদিকদের পরিবারের সদস্যদের মধ্যে সহায়তা ও অনুদানের চেক বিতরণ করেন।