এ বি এন এ : যুক্তরাষ্ট্রের সিয়াটলের অদূরে একটি পার্টিতে গুলির ঘটনায় তিন জন নিহত হয়েছে। অল্প বয়সী ছেলে-মেয়েদের পার্টিতে বন্দুক হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। হামলাকারীকে আটক করেহে পুলিশ।
স্থানীয় কর্মকর্তারা জানান, ১৫ থেকে ২০ জনের মত তরুণ ছেলে-মেয়ে পার্টি করার জন্য একত্রিত হয়েছিল। এসময়, রাইফেল নিয়ে এসে একজন সেখানে গুলি চালায়। হামলাকারীর অস্ত্রটিও জব্দ করেছে পুলিশ।
একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম সিবিএস জানায়, দেখে মনে হয়েছে হাইস্কুল বা কলেজের ছেলেমেয়েরা সেখানে পার্টি করার জন্য জড়ো হয়েছিলেন।