এবিএনএ : সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ট্রাক দুটির চালক নিহত হয়েছেন। বুধবার ভোর ৬টায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
যমুনা ব্রিজ পশ্চিম থানার ওসি রকিবুল ইসলাম বলেন, ব্রিজের পশ্চিম পাশে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সিমেন্ট বোঝাই ট্রাক ও পঞ্চগড় থেকে ঢাকাগামী পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি ট্রাকের চালকই ঘটনাস্থলে নিহত হন। নিহতরা হলেন নওগা জেলার মহাদেবপুর থানার ভীমপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে সাকোয়াত হোসেন(২২) ও পঞ্চগড় জেলার ইকরাম ইসলাম (৪০)। এ ঘটনায় ট্রাকের সহকারিসহ আরও চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।