এবিএনএ : আগামী ৩০ এপ্রিলের পর সিম নিবন্ধনের সময় আর বাড়বে না বলে জানিয়েছেন, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
মঙ্গলবার সকালে সচিবালয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন পয়েন্টের উদ্বোধন শেষে তিনি একথা বলেন। তারানা হালিম বলেন, ১ মে থেকে স্বল্প সময়ের জন্য ইঙ্গিত দেবো। এর মধ্যে সিম ডিঅ্যাক্টিভ হয়ে যাবে।
প্রতিমন্ত্রী বলেন, এ পর্যন্ত ৬ কোটি ৩৬ লাখ সিম নিবন্ধিত হয়েছে। নিবন্ধন কাজের জন্য একলাখ ডিভাইস রয়েছে। আশা করি বাকী সময়ের মধ্যে বাকী সিমগুলোর নিবন্ধন শেষ হয়ে যাবে।
সচিবালয়ের যে পয়েন্টটি উদ্বোধন করা হয়েছে সেখান থেকে সকল মোবাইল কোম্পানির সিম নিববন্ধন করা যাবে বলেও জানান প্রতিমন্ত্রী তারানা হালিম।