এবিএনএ : সার্চ কমিটি গঠনের জন্য সাংবিধানিকভাবে একটি প্রক্রিয়া থাকা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
সোমবার দুপুরে নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে স্বেচ্ছাসেবক দল আয়োজিত আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০১৬ উপলক্ষে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
নিরপেক্ষ ব্যক্তির অধীনে সার্চ কমিটি গঠনের আহ্বান জানিয়েছে নজরুল ইসলাম খান বলেন, সার্চ কমিটি গঠন করা হবে কোন এক বড় পদের ব্যক্তির অধীনে। কিন্তু উনি যে নিরপেক্ষ হবেন তার নিশ্চয়তা কোথায়? কারণ বিশ্ববিদ্যালয়ের ভিসিকেও রাজনৈতিকভাবে নিয়োগ দেয়া হয়।
দেশ দুঃসময়ের মধ্যে দিয়ে অতিক্রম করছে মন্তব্য করে তিনি বলেন, দেশে দুঃসময় চলছে। ফলে ভালো চিন্তা, কাজ ও কথা গুরুত্ব পায় না।
নির্বাচনকে বর্তমান ক্ষমতাসীনরা প্রহসনের নির্বাচনে পরিণত করেছে বলেও অভিযোগ করেন নজরুল ইসলাম।
স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে বিএনপির এ নেতা বলেন, স্বেচ্ছাসেবক দিবস উদযাপনের জন্য সরকার ও মিডিয়ার কোনো উদ্যোগ নেই। কিন্তু স্বেচ্ছাসেবক দল সেটা উদযাপন করছে। সরকারকে বলবো, এটা আমাদের দুর্বলতা ভাববেন না। এটা হলো আমাদের মানবিক গুণ।
পরে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
আয়োজক সংগঠনের সভাপতি শফিউল বারী বাবুর সভাপতিত্বে সভায় বক্তব্যে রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল প্রমুখ।