এ বি এন এ : জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা আয়োজিত ‘সোশ্যাল বিজনেস ফর জিরো হাঙ্গার’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস। বিশ্ব ব্যাপী ক্ষুধাকে শূন্যের কোঠায় নামিয়ে আনতে সামাজিক ব্যবসার ভূমিকা আলোচনার জন্য খাদ্য শিল্পের শীর্ষস্থানীয় কর্তাব্যক্তিদের একত্রিত করতে খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক এই অনুষ্ঠানের আয়োজন করেন।
মহাপরিচালক হোসে গ্রাজিয়ানো এই উপলক্ষে প্রদত্ত তাঁর বক্তব্যে সামাজিক ব্যবসা ক্ষুধা নির্মূল করতে কী ভূমিকা পালন করতে পারে তার উপর আলোকপাত করেন। প্রফেসর ইউনূস সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন যে, সামনের বছরগুলোতে খাদ্য নিরাপত্তা একটি বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে। এ চ্যালেঞ্জ মোকাবেলায় সামাজিক ব্যবসার মাধ্যমে ও খাদ্য কোম্পানীগুলোর সহযোগিতায় গ্রামের তরুণ-তরুণীদের উদ্যোক্তায় রূপান্তরিত করার উপায় খুঁজে বের করতে হবে। সামাজিক ব্যবসার মাধ্যমে গ্রামের অর্থনীতিকে কৃষি-ভিত্তিক অর্থনীতিতে রূপান্তরের মাধ্যমে তরুণদের বহির্গমন কমিয়ে আনতে ও একেবারে বন্ধ করা যেতে পারে।
ইতালির কৃষি মন্ত্রী মৌরিজিও মারতিনা, ইতালিয়ান পার্লামেন্টের চেম্বার অব ডেপুটিজ-এর ভাইস প্রেসিডেন্ট মারিয়া সেরেনি এবং ইতালিয়ান কৃষক ফেডারেশনের সভাপতি দিনো স্কানাভিনো সমাবেশে বক্তৃতা করেন এবং বিশ্ব থেকে ক্ষুধা নির্মূল করতে সামাজিক ব্যবসার ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন।