এবিএনএ : মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে বেশ কয়েকটি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ঢুকতে না দেওয়া নিয়ে তুমুল আলোচনা-সমালোচনার মাঝেই ডোনাল্ড ট্রাম্প জানালেন, এ বছর তিনি হোয়াইট হাউসের সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের বার্ষিক নৈশভোজে যোগ দেবেন না।
অন্যদিকে হোয়াইট হাউসের এই পদক্ষেপের প্রতিবাদে কয়েকটি গণমাধ্যমের সাংবাদিকরা সংবাদ সম্মেলন বর্জন করেন। নিউইয়র্ক টাইমস এবং সিএনএন এই সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করে মার্কিন সংবিধানে সংবাদপত্রের স্বাধীনতার কথা সরকার মনে করিয়ে দিয়েছে। হোয়াইট হাউস সংবাদদাতাদের সংগঠন ‘হোয়াইট হাউজ করেসপন্ডেন্টস এসোসিয়েশনের প্রেসিডেন্ট জেফ মেসন এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। সিএনএন এবং নিউইয়র্ক টাইমসের ওপর হোয়াইট হাউস ক্ষুব্ধ বলেই তাদের সেখানে ঢুকতে না দেওয়ার কারণ কি-না— সংবাদ সম্মেলনে ট্রাম্পের প্রেস সেক্রেটারি শন স্পাইসারকে এই প্রশ্ন করা হলে তিনি তা অস্বীকার করেন।