এ বি এন এ : দশম জাতীয় সংসদের তৃতীয় বাজেট উপলক্ষে সংসদে মন্ত্রিসভার বিশেষ বৈঠক শুরু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।
২০১৬-২০১৭ অর্থবছরের বাজেট অনুমোদন দিতে বিশেষ এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। প্রত্যেক বাজেট অধিবেশনেই বাজেট পেশ করার আগে বিশেষ এ বৈঠক হয়ে থাকে।
চলতি অর্থবছর ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট অনুমোদন হতে পারে। আজ বিকেল সাড়ে ৩টায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নতুন অর্থবছরের বাজেট পেশ করবেন।