এ বি এন এ : সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, সংবিধান কোরআন হাদিস নয় যে এটা সংশোধন করা যায় না। সংবিধানের কোথায় কী সমস্যা আছে, আসুন আমরা খুঁজে বের করি। এরপর মানুষকে বোঝাই। আজ বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ’৭২-এর সংবিধান, গণতন্ত্র ও আইনের শাসন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে ড. কামাল এ কথা বলেন। তিনি বলেন, সেই ’৫২ সালের ভাষা আন্দোলন থেকে আমরা সেটাই দেখে আসছি। কাজেই নিরাশার কিছু নেই। বরং আসুন, আমরা ঐক্যবদ্ধ হই। সাধারণ মানুষকে বোঝাই। ড. কামাল বলেন, গরু–ছাগলের মাথা কেনা যায় কিন্তু মানুষের মাথা কেনা যায় না। আসুন, আমরা জনগণকে বোঝাই। সাধারণ জনগণ ঐক্যবদ্ধ হলে সেই আন্দোলন কখনো ব্যর্থ হয় না।