এ বি এন এ : সৌদি আরব থেকে ফেরার একদিন পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দুপুর দেড়টার পর গণভবনে এই সংবাদ সম্মেলন শুরু হয়েছে।
সৌদি আরবসহ সাম্প্রতিক বিদেশ সফর নিয়ে এই সংবাদ সম্মেলন ডাকা হলেও এতে বাংলাদেশে চলমান ঘটনাবলী নিয়েও সরকার প্রধানের বক্তব্য পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।
পাঁচ দিনের গুরুত্বপূর্ণ সরকারি সফর শেষে সৌদি আরব থেকে গতকাল মঙ্গলবার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। এ সফরের অর্জন ও সফলতা তুলে ধরার পাশাপাশি জাপান ও বুলগেরিয়া সফরের সার্বিক বিষয় তুলে ধরবেন প্রধানমন্ত্রী। গত ২৬-২৯ মে প্রধানমন্ত্রী জাপান সফর করেন। জি-৭ সম্মেলনের আউটরিচে অংশ নিতেই ছিল তার এই সফর।
এর আগে গত ১৮ থেকে ২২ মে গ্লোবাল উইমেন লিডারস ফোরামে অংশ নিতে বুলগেরিয়া সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।