এবিএনএ : আর কয়েক ঘণ্টা পরেই যুক্তরাষ্ট্রে শুরু হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। আর শেষ মুহূর্তে নিজেদের প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ডেমোক্রেটিক পদপ্রার্থী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
হিলারি ও ট্রাম্প নর্থ ক্যারোলিনা, পেনিসেলভেনিয়া ও মিশিগানে প্রচারণা চালাচ্ছেন।
প্রচারণার শেষ দিনে ফ্লোরিডায় ট্রাম্প বলেছেন, তাকে ভোট দিয়ে একটি দুর্নীতিবাজ রাজনৈতিক চক্রকে প্রত্যাখ্যানের এটিই শেষ সুযোগ। আর পিটসবুর্গে হিলারির আহ্বান বিভাজন ঘুচিয়ে ঐক্যবদ্ধ যুক্তরাষ্ট্র গড়ার।
বিবিসির শেষ মুহূর্তের জরিপে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে হিলারি ক্লিনটন ৪ পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছেন।
এবার নির্বাচনের পূর্বে রেকর্ড সংখ্যক ৪৪.৫ মিলিয়ন মার্কিন নাগরিক ভোট দিয়েছেন।
ফিলাডেলফিয়া ও পেনসেলভেনিয়ায় হিলারির প্রচারণা মঞ্চে যোগ দিয়েছিলেন তারকা ব্রুস স্প্রিংস্টিন ও জন বন জোভি।
হিলারির শেষ প্রচারণা হবে নর্থ ক্যারোলিনার রালেইগে। অন্যদিকে ট্রাম্প প্রচারণা শেষ করবেন মিশিগানের র্যাপিডসে।