,
প্রচ্ছদ | জাতীয় | আন্তর্জাতিক | অর্থনীতি | আমেরিকা | লাইফ স্টাইল | ভিডিও নিউজ | ফিচার | আমেরিকা | বিনোদন | রাজনীতি | খেলাধুলা | বিজ্ঞান ও প্রযুক্তি | শিক্ষা

শাহবাগে লাঠিপেটা, কাঁদানে গ্যাসে ছত্রভঙ্গ নার্সদের অবরোধ

এবিএনএ : বিভিন্ন দাবিতে শাহবাগ মোড়ে অবরোধকারী নার্সদের লাঠিপেটা এবং কাঁদানে গ্যাস ও জলকামান ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় সাতজন নার্স আহত হন।

বুধবার বেলা দুইটার দিকে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়।

আহত সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। তারা হলেন- আসমা আক্তার (২৫), মুকুল (২৬), ইমরান (২৫), অম্বিকা (২৫), আবদুল লতিফ (২৭), সাইফুল ইসলাম (২৯) ও সালাউদ্দিন (২৮)।

‘সিনিয়র স্টাফ নার্স’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল এবং মেধা, যোগ্যতা ও সিনিয়রিটির ভিত্তিতে নার্স নিয়োগের দাবিতে বেলা সাড়ে ১০টার দিকে শাহবাগ মোড়ে অবরোধ করে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন (বিডিবিএনএ) ও বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট নার্সেস সোসাইটি (বিজিএনএস)।

অবরোধের সময় নার্স অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কমর্সূচি চলবে। পাশাপাশি আমরণ অনশন করার হুঁশিয়ারিও দেন তারা।
অবরোধের কারণে শাহবাগ মোড় সন্নিহিত সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে এসব সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বলেন, জনদুর্ভোগ ও যানজটের কথা বিবেচনা করে প্রথমে অবরোধকারীদের সড়ক থেকে সরার জন্য অনুরোধ করা হয়। কিন্তু তারা নিজেদের অবস্থানে অনড় থাকলে পুলিশ ‘অ্যাকশনে’ যায়।

পুলিশ অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়ার পর শাহবাগ এলাকায় আবার যান চলাচল শুরু হয়। তবে দীর্ঘ সময় ধরে বন্ধ থাকার কারণে সৃষ্ট যানজটের প্রভাবে বর্তমানে থেমে থেমে যানবাহন চলছে।

বিভিন্ন দাবিতে গত রবিবার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন।

গত ৮ ডিসেম্বর মুখ্য সচিবের সভাপতিত্বে নার্সিং পেশার সার্বিক অগ্রগতি ও প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নসংক্রান্ত বৈঠক হয়। কিন্তু এর দুই দিন পর বাংলাদেশ সরকারি কর্মকমিশনের মাধ্যমে পরীক্ষা নিয়ে ২০১৫ সালে ২২ ডিসেম্বরের মধ্যে নার্স নিয়োগের প্রথম স্তরের নিয়োগ বিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে হতাশ ও ক্ষোভ প্রকাশ করে আন্দোলনের ডাক দেন বেকার নার্সরা। এরই ধারাবাহিকতায় বুধবার অবরোধ কর্মসূচি করেন তারা।

Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali
Managing Director: Akbar Hossain
Executive Editor: Mehedi Hasan
E-mail : abnanewsali@gmail.com
Usa Office: 2817 Fairmount Avenue Atlantic city-08401,NJ, USA. Bangladesh Office : 15/9 Guptopara,Shemulbag, 2 nd floor,GS Tola, Teguriha, South Keraniganj, Dhaka. Usa. Phone: +16094649559, Cell:+8801978-102344, +8801715-864295
Server mannarged BY PopularServer
Design & Developed BY PopularITLimited