এ বি এন এ : ঢাকা বিশ্ববিদ্যায়ের শহীদুল্লাহ হলের পুকুরে গোসল করতে নেমে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার বিকাল তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিহত আলি বংশালের বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্কুলের ৯ম শ্রেণির ছাত্র। তার গ্রামের বাড়ি কুমিল্লায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্কুল থেকে আলি ও তার কয়েকজন বন্ধু খেলাধূলা করে শহীদুল্লাহ হলের পুকুরে গোসল করতে নামে। সেখানে আলিকে তারা ডুবতে দেখে উদ্ধার করতে গিয়েও তারা ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম এম আমজাদ আলী ঢাকাটাইমসকে বলেন, ‘এই পুকুরটিতে নামা নিষেধ’ লেখা থাকলেও কয়েকজন শিক্ষার্থী এখানে গোসল করতে নামলে এই দুর্ঘটনা ঘটে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।
প্রসঙ্গত, এই পুকুরটিতে ডুবে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে। এর আগেও বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী এ পুকুরে ডুবে প্রাণ হারিয়েছেন। কর্তৃপক্ষ এই পুকুরে গোসলে নামতে নিষেধ করলেও অনেকে তা মানেন না। ফলে ঘটছে এসব দুর্ঘটনা।