এ বি এন এ : ফিলিস্তিনের রাজধানীর কাছের একটি শরণার্থী শিবিরে জর্ডানের গোয়েন্দা কর্মকর্তাদের ওপর হামলায় অন্তত ৫ জনের প্রাণহানি ঘটেছে। আম্মানের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার এ বি এন এ’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জর্ডান এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছে। কর্মকর্তারা বলছেন, নিহতদের মধ্যে তিনজন গোয়েন্দা কর্মকর্তা রয়েছেন। আম্মানের উত্তরাঞ্চলের বাক্কা শরণার্থী শিবিরে হামলার ঘটনা ঘটেছে।
১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের কারণে পশ্চিম তীর ও গাজা উপত্যকা থেকে পালিয়ে আসা ফিলিস্তিনিদের আশ্রয়ের জন্য পরের বছর ছয়টি শরণার্থী শিবির স্থাপন করা হয়। বাক্কা শরণার্থী শিবির ওই ছয়টির একটি।
সিরিয়া এবং ইরাকে ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইরত মার্কিন নেতৃত্বাধীন জোটের অন্যতম মিত্র জর্ডান। উভয় দেশেই জর্ডানের বিমান বাহিনী হামলা চালিয়েছে।
এদিকে, এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বাক্কা শরণার্থী শিবিরে হামলার দায় স্বীকার করেনি।