এ বি এন এ : যুক্তরাষ্ট্রের উন্নয়ন ও স্থিতিশীলতায় শক্তিশালী, উন্নত ও স্থিতিশীল বাংলাদেশকে প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের’ (আইবিএফবি) বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশের প্রবৃদ্ধির প্রশংসা করে এ মন্তব্য করেন তিনি।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের আকর্ষণীয় প্রবৃদ্ধি হচ্ছে। যা এখানকার জীবনমান, শিক্ষার স্তর এবং জনস্বাস্থ্যের উন্নয়ন ঘটাচ্ছে। আমি প্রায়ই একটা কথা বলি, বাংলাদেশের এই সফল যাত্রায় যুক্তরাষ্ট্র শক্তিশালী সহযোগী- এজন্য আমি গর্বিত। আরো এমন অনেক কিছু রয়েছে, যা আমরা একত্রে করতে পারি- এটা না বলে এতটুকুতেই আমি কথা শেষ করে দিতে পারি না।’
তিনি বলেন, ‘আমি এই বিষয়ে সুস্পষ্ট হতে চাই যে, যুক্তরাষ্ট্র তার উন্নয়ন ও স্থিতিশীলতার মধ্যে একটি শক্তিশালী, উন্নত, স্থিতিশীল বাংলাদেশকে চায়। কেউ যদি এ বিষয়ে সন্দেহ পোষণ করে, তাহলে আমি তার সঙ্গে এই পয়েন্টে যুক্তিতর্ক করতে চাই।’