এবিএনএ : লিবিয়া ছিনতাই করা বিমানের ১১৮ জন যাত্রীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে মাল্টার সরকার। এছাড়া দুই ছিনতাইকারীও আত্মসমর্পণ করেছেন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।
এর আগে শুক্রবার বিকালের দিকে ১১৮ জন যাত্রী নিয়ে একটি লিবিয়ান বিমানটি ছিনতাই হয়। ছিনতাইয়ের পর বিমানটি মালটায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, আফ্রিকিয়া এয়ারওয়েজের ওই ফ্লাইটে ১১৮ জন আরোহী ছিলেন। লিবিয়ার আকাশে থাকা অবস্থায় এয়ারবাস এ৩২০ উড়োজাহাজটিকে ঘুরিয়ে নেওয়া হয়।