এ বি এন এ : যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, সেখানে কোন গোলাগুলির ঘটনা ঘটেনি। এলএপিডি-র গণযোগাযোগ বিভাগের কমান্ডিং অফিসার অ্যান্ডি নেইম্যান টুইট বার্তায় এটি নিশ্চিত করেছে।
টুইট বার্তায় অ্যান্ডি বলেন, ‘গোলাগুলির গুঞ্জনে লস অ্যাঞ্জেলস বিমানবন্দরে প্রচণ্ড বিশৃংখলা সৃষ্টি হয়। তবে এখানে কোনো গোলাগুলি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি। সূত্রের সন্ধান তদন্ত চলছে।’
‘অনির্ভরযোগ্য সূত্রে গোলাগুলির খবরে পুলিশ গোটা বিমানবন্দরে তল্লাশি চালায়। নিরাপত্তার জন্য সবাইকে আগেই নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। সহায়তার জন্য ধন্যবাদ।’- ফিরতি টুইট বার্তায় একথা জানিয়েছে লস অ্যাঞ্জেলসের পুলিশ বিভাগ।
নিয়ন্ত্রক সংস্থা এফএএ-র ওয়েবসাইট সূত্রে জানা যায়, নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরের গ্রাউন্ড মাত্র ২০মিনিটের জন্য বন্ধ করা হয় এবং স্থানীয় সময় রাত একটায় এটি আবার খুলে দেয়া হয়।
তবে লস অ্যাঞ্জেলস বিমানবন্দরের সেন্ট্রাল টার্মিনালের আপার ডিপার্টমেন্ট এবং লোয়ার অ্যারাইভাল লেভেল এখনো বন্ধ রয়েছে।