এবিএনএ : দ্বিতীয় দফা রিমান্ড শেষে জেলা হাজতে পাঠানো হয়েছে শফিক রেহমানকে। বুধবার দ্বিতীয় দফায় ৫ দিনের রিমান্ড শেষে হলে আদালতে হাজির করে তাকে জেলহাজতে পাঠানোর আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। এ সময় তার জামিনের জন্য আবেদন করেন আইনজীবী অ্যাডভোটেক সানাউল্লাহ মিয়া। কিন্তু আদালত শফিক রেহমানের জামিন আবেদন নাকচ করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে প্রথম দফায় ৫ দিনের রিমান্ড শেষে গত শুক্রবার তার বিরুদ্ধে নতুন করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আবেদনের শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।
তারও আগে গত ১৬ এপ্রিল প্রথম দফায় তার বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল ঢাকার সিএমএম আদালত। ওইদিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় রাজধানীর ইস্কাটনের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।