এবিএনএ : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।
সোমবার বিকালে মোশাররাফ হোসাইন বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
তিনি বলেন, সাক্ষাতের সময় মোশাররাফ হোসাইন ভূইঞা রাষ্ট্রপতিকে বিশ্ব ব্যাংকের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। আর্থ-সামাজিক উন্নয়ন ও অগ্রগতিতে বাংলাদেশ বিশ্ব ব্যাংকের প্রশংসা পেয়েছে বলে রাষ্ট্রপতিকে জানান সাবেক মন্ত্রিপরিষদ সচিব।
তিনি আরো জানান, দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অভূতপূর্ব সাফল্যে বিশ্ব ব্যাংক বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ এ সময় বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে মোশারাফ হোসাইনের সার্বিক সাফল্য কামনা করেন।