এ বি এন এ : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রাশিয়ার নিজে এবং সিরীয় সরকারকে হামলা থেকে বিরত রাখার আহ্বান জানিয়ে বলেন, তাহলে দেশটিতে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন শুরু হতে পারে। সোমবার সাংবাদিকদের তিনি বলেন, রাশিয়া নিজে এবং আসাদ সরকারকে হামলা থেকে বিরত রাখতে পারে। কারণ বিরোধী পক্ষ পাল্টা হামলায় নিজেদের নিয়োজিত রাখছে।
অথচ এ ধরণের হামলায় অংশ নেয়া থেকে বিরোধী পক্ষকে দূরে রাখা আমাদের দায়িত্ব। তিনি বলেন, রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের একটি কাঠামো প্রশ্নে সম্মত হতে সোমবার সরকার ও বিরোধী পক্ষের মধ্যে বৈঠকের জন্যে যে তারিখ নির্ধারণ করা হয়েছিল সরকারি হামলার কারণে যুদ্ধরত গ্রুপগুলো এ আলোচনা থেকে দূরে থেকেছে।
তিনি বলেন, যুদ্ধরত পক্ষগুলো বৈঠকে বসতে সক্ষম এবং দ্রুত আলোচনা শুরু করবে এ পরিস্থিতিতেই কথা বলার দিনক্ষণ ঠিক করা হয়েছিল। কিন্তু আসাদ সরকারের অব্যাহত হামলার কারণে জেনেভায় বিরোধী পক্ষের বৈঠকে বসা অসম্ভব হয়ে পড়েছে। মূলত হামলা বন্ধ না করলে আলোচনা সম্ভব নয়।
প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনী বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পো শহর ঘেরাও করে রেখেছে। দেশটিতে ২০১১ সালে সংঘর্ষ শুরুর পর এ শহরটি যুদ্ধের মূল কেন্দ্র হিসেবে রয়েছে। এদিকে সশস্ত্র বিরোধী গ্রুপের সঙ্গে আসাদ সরকারকে একই টেবিলে বসানোর আন্তর্জাতিক প্রচেষ্টায় রাশিয়া ও যুক্তরাষ্ট্র কেবল নামমাত্র ভূমিকা পালন করে যাচ্ছে।