এবিএনএ : বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে রাতে বৈঠকে বসছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রবিবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, রাত সাড়ে আটটায় বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা পরিষদের সদস্য, যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ বৈঠকে উপস্থিত থাকবেন।