এ বি এন এ : প্রধামন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেভাবেই হোক জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ মোকাবিলা ও প্রতিরোধ করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘জঙ্গিরা বড় ধরনের নাশকতা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল। গোয়েন্দাদের দ্রুত অভিযান চালানোর কারণে তারা বড় কোনো নাশকতামূলক কাজ করতে পারেনি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘অভিযানে নয়জন নিহত হয়েছে, একজনকে আটক করা হয়েছে এবং একজন পালিয়ে গেছে। যেভাবেই হোক এসব সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলা ও প্রতিরোধ করতে হবে।’
তিনি বলেন, ‘যে ধর্ম শান্তির কথা বলে, সৌহার্দ্যের কথা বলে, সেই ধর্মের অপব্যবহার করে নির্মমভাবে মানুষ হত্যা করছে সন্ত্রাসীরা। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড নতুন নয়। আমি নিজেও গ্রেনেড হামলার শিকার হয়েছি। ৭৫ সালের পর থেকেই এসব চলছে। একটা সময় ছিল যখন জেএমবি সদস্যরা প্রকাশ্যে ঘুরে বেড়িয়েছে আর পুলিশ তাদের পাহারা দিয়েছে।’
তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরের জনগণকে নিয়ে কমিটি গঠন করে সন্ত্রাসীদের মোকাবিলা করার ওপর গুরুত্বারোপ করেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘কারা, কোথায়, কীভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা করছে তৃণমূল পর্যায়ে কমিটি গঠন করে তা খুঁজে বের করতে হবে। স্কুলগামী কোমলমতি শিশুরা যেন বিপথগামী না হয় সে বিষয়ে নজর রাখতে হবে। অনেক মেধাবী ও শিক্ষিত ছেলে এসব কাজ করছে। আজকের জঙ্গিদের মধ্যেও কয়েকজন শিক্ষিত ছেলে রয়েছে। তাদের সম্পর্কে তথ্য ও আলামত সংগ্রহ করা হচ্ছে।’