এবিএনএ : মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে শিক্ষাবৃত্তির টাকা বিতরণের কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার গণভবনে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী রূপালী ব্যাংকের ‘শিওর ক্যাশের’ সাহায্যে প্রাথমিক শিক্ষা উপবৃত্তির টাকা বিতরণের এই কর্মসূচি উদ্বোধন করেন।
এই কর্মসূচি উদ্বোধনের সঙ্গে সঙ্গে সারা দেশের ১ম থেকে ৫ম শ্রেণি ও ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত ২ কোটি ৩০ লাখ মায়ের হাতে উপবৃত্তির টাকা পৌঁছে যায়।
‘মায়ের হাসি’ নামক এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৬০০ কোটি টাকা। প্রতি মাসে ১ কোটি ২০ লাখ মায়ের কাছে মোবাইল ফোনের মাধ্যমে এই নির্দিষ্ট পরিমাণ টাকা পৌঁছে যাবে এবং মায়েরা শিওর ক্যাশের এজেন্টের মাধ্যমে এই টাকা ক্যাশ করে নিতে পারবেন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘মায়েদের যাদের হাতে মোবাইল ফোন নাই, তাদের ২০ লাখ সীম এবং ২০ টাকা ফ্রি টক টাইম দেওয়ার চুক্তি করেছে ‘টেলিটক’। কাজেই আমরা তাদের হাতেও মোবাইল ফোন পৌছে দিচ্ছি। অর্থাৎ এখন সবার হাতেই মোবাইল ফোন এবং এই মোবাইল ফোনের মাধ্যমে টাকা চলে যাচ্ছে। টাকা তোলার জন্য কোনো ঝামেলা পোহাতে হচ্ছে না, দূরে যেতে হচ্ছে না। ঘরে বসেই টাকার খবরটা পেয়ে যাচ্ছেন ।’