এ বি এন এ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল’র চলমান নবম আসরের ৩৭তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৮৫ রানে হারিয়েছে মুস্তাফিজের সানরাইজার্স হায়দরাবাদ। রবিবার বিকেলে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা টসে জিতে প্রথমে সানরাইজার্সকে ব্যাটিংয়ে পাঠান।
মুম্বাইয়ের বিশাখাপতনমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ১৭৭ রান তোলে হায়দরাবাদ। ১৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১৬.৩ ওভারেই গুটিয়ে যায় রোহিত শর্মাদের ইনিংস। ৯২ রানে অলআউট হয়ে মাঠ ছাড়ে মুম্বাই ইন্ডিয়ান্স।
এদিন বাংলাদেশের কাটার মাস্টার ১৬ রান দিয়ে তুলে নিয়েছেন তিনটি উইকেট।