এবিএনএ : সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর হামলা মামলায় ডেথ রেফারেন্সের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার এই রায় প্রকাশ করা হয়।
গত ১১ ফেব্রুয়ারি দেয়া ঐ রায়ে হুজি নেতা মুফতি হান্নানসহ তিনজনের ফাঁসি ও দুইজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমীর হোসেনের ডিভিশন বেঞ্চ রায়ে আসামিদের আপিল খারিজ করে দিয়ে নিম্ন আদালতের রায় বহাল রাখে। হাইকোর্টের লিখিত রায়টি ১৪৭ পৃষ্ঠার। রায়টি লিখেছে জ্যেষ্ঠ বিচারক এম ইনায়েতুর রহিম।
রায় প্রকাশ প্রসঙ্গে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জমান কবির বলেন, হাইকোর্ট রায়ে বেশ কিছু পর্যবেক্ষণ দিয়েছে। আসামিরা যদি এই রায়ের বিরুদ্ধে আপিল না করে তাহলে মৃত্যুদণ্ড কার্যকর করতে আইনগত বাধা থাকবে না।
তবে আসামিপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, তারা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল আপিল করবেন।
২০০৪ সালে শাহজালাল মাজার প্রাঙ্গণে তত্কালীর ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা চালানো হয়। ঐ হামলায় বেশ কয়েকজন মারা যান। তবে প্রাণে বেঁচে যান আনোয়ার চৌধুরী। ঐ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২০০৬ সালে তিনজনকে মৃত্যুদণ্ড ও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।