এ বি এন এ : বাংলাদেশী নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সম্মানে মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি পেট্রোনাসে ‘ইউনূস সোশাল বিজনেস সেন্টার’ নামে একটি নতুন সেন্টার খোলা হয়েছে। সেন্টারটিতে প্রযুক্তিকে ব্যবহার করে সামজিক ব্যবসাকে কীভাবে আরো সম্প্রসারিত করা যায় তার বিষয়ে দিকনির্দেশনা দেয়া হবে। মালয়েশিয়ার পেরেক প্রদেশের রাজধানী শহর আইপোতে গতকাল রবিবার অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক সামাজিক ব্যবসায় ফোরাম। ইউনূস ছিলেন এ সম্মেলনের প্রধান অতিথি। ওই দিনই এ সেন্টারটি খোলা হয়। সম্মেলনে দেয়া বক্তৃতায় ইউনূস তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানানোর পাশাপাশি নিজেদের সহজাত সৃজনশীল ক্ষমতা কাজের লাগানোর পরামর্শ দেন। ড. ইউনূস বলেন, তরুণদের এমন ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে ও গড়ে তুলতে হবে, যেখানে কোনো দারিদ্র্যতা, বেকারত্ব, বৈষম্য থাকবে না। মালয়েশিয়ার প্রথমসারির একটি সংগঠন মাইহারাপান ও পেরাকের প্রধানমন্ত্রী ডা. জাম্বরি বিন আব্দুল কাদিরের সম্মিলিত উদ্যেগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সোমবার আইপোতে শুরু হওয়া পাংকোর ইন্টারন্যাশনাল ডেভেলাপমেন্ট ডায়ালগকে সামনে রেখে আয়োজন করা হয় আন্তর্জাতিক সামাজিক ব্যবসায় ফোরামের। পাংকোর ইন্টারন্যাশনাল ডেভেলাপমেন্ট ডায়ালগেও প্রধান বক্তা হিসেবে ইউনূসের নাম ঘোষণা করা হয়েছে।