এ বি এন এ : বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। মার্কিন দূতাবাসের ফেসবুক পেইজে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, মার্শা বার্নিকাট দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বাংলায় বলছেন, সবার জন্য অনেক অনেক ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। ভিডিওতে মার্শাকে শাড়ি পরিহিত অবস্থায় দেখা যায়। তার দুই পাশে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পতাকা ছিল।