এ বি এন এ : কুমিল্লার মনোহরগঞ্জে ব্যালট বাক্স ছিনতাই এবং প্রিসাইডিং অফিসার কর্তৃক নৌকা প্রতীকে সিল মারার অভিযোগে ২টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এ ঘটনায় হাবিবুর রহমান নামের একজন প্রিসাইডিং অফিসারকে আটক করেছে পুলিশ।
জানা যায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ভোটকেন্দ্রে বহিরাগতরা প্রবেশ করে ম্যাজিস্ট্রেট ও বিজিবির সামনেই পুলিশ ও আনসারদের উপর হামলা চালিয়ে ব্যালট বাক্স ছিনতাই করে।
ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জাকির উল্লাহ জানান, নির্বাচন কমিশনের নির্দেশে এ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
অপরদিকে, একই ইউনিয়নের আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার হাবিবুর রহমানের কক্ষ থেকে নৌকায় সিল মারা ব্যালট পেপার উদ্ধারের ঘটনায় ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এ ঘটনায় ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার হাবিবুর রহমানকে আটক করা হয়েছে।
এ বিষয়ে বেলা পৌনে ১১টায় কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসাদুজ্জামান জানান, ওই কেন্দ্রে প্রিসাইডিং অফিসারের কক্ষে নৌকায় সিল মারা অবস্থায় ব্যালট পেপার পাওয়া গেছে, তাই নির্বাচন কমিশনের নির্দেশে এ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।