এবিএনএ : ছাত্রলীগের খোঁজ-খবর নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে ঝটিকা সফর করেছেন আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
আজ মঙ্গলবার দুপুরে তিনি প্রায় আধা ঘন্টা ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে আড্ডা দেন।
এসময় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ঢাবি শাখার সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সসহ কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এস এম জাকির হোসাইন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘মন্ত্রী ছাত্রলীগের সার্বিক বিষয়ে খোঁজ নিয়েছেন। তিনি নেতাকর্মীদের সকালে ঘুম থেকে উঠতে পরামর্শ দিয়েছেন। সকালে উঠে পড়ালেখা করতে বলেছেন। এছাড়া রাতে তাড়াতাড়ি ঘুমানো এবং সকালে উঠে প্রয়োজনীয় কাজ শেষ করার পরামর্শও দিয়েছেন তিনি।’