এ বি এন এ : রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভারের সাতরাস্তা থেকে রমনা যাওয়ার অংশে একটি বাস উল্টে বেশ ক’জন আহত হয়েছেন।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দ্রতগতির কারণেই বাসটি উল্টে যায় বলে জানিয়েছেন রমনা থানার ওসি মশিউর রহমান। আহতদের মধ্যে ফ্লাইওভারের উপরে থাকা দুজন রয়েছেন। ওসি জানিয়েছেন তারাই গুরুতর আহত হয়েছেন।
যে বাসটি উল্টে গেছে সেটি গাজীপুর পরিবহনের একটি বাস। বাসটি সাতরাস্তার দিক থেকে রমনার দিকে যাচ্ছিল।