এ বি এন এ : বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের নামের সঙ্গে সাফল্যের টাট্টু ঘোড়া যেন লেগেই আছে! তার অভিনীত প্রায় সব ছবিই কোনো না কোনোভাবে সফল হয়েছে। এর মধ্যে রয়েছে অ্যাকশন, রোমান্টিক-কমেডি, নাচ-গান নির্ভর বৈচিত্রময় ছবি।
পর্দায় বেশিরভাগ ছবিতে নায়িকা চরিত্রে কাজ করলেও নেতিবাচক পথে নিজেকে উপস্থাপন করা হয়নি শ্রদ্ধার। সম্প্রতি ভারতের একটি পত্রিকাকে ২৯ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘কয়েকটি ছবিতে ভিলেনের ভূমিকায় অভিনয় করতে চাই। মনে হচ্ছে ইদানীং নেতিবাচক চরিত্রের প্রতি আমার আকর্ষণ বেড়ে চলছে। ফলে আমার কাছে খলচরিত্রে অভিনয়ের প্রস্তাব এলে লুফে নেবো।’
কী ধরনের ভিলেন হতে চান সেটাও মনে মনে ঠিক করে রেখেছেন শ্রদ্ধা। ‘বাঘি’ তারকার ভাষ্য, “হলিউডের ‘ব্ল্যাক সোয়ান’ ছবির মতো কিছু একটা হলে ভালো লাগবে।” তবে এখনও এ ধরনের চরিত্র আসেনি তার দুয়ারে।
এদিকে শ্রদ্ধা এখন ‘রক অন টু’ ছবির কাজ করছেন। এতে তার সহশিল্পী ফারহান আখতার। এ ছাড়া টাইগার শ্রফ ও জ্যাকলিন ফার্নান্দেজ জুটির ‘অ্যা ফ্লাইং জেট’-এ স্বল্প উপস্থিতির একটি চরিত্রে দেখা যাবে তাকে।