এ বি এন এ : ব্রাজিল দলে আপাতত নির্দিষ্ট কেউ অধিনায়ক থাকছে না। ঘুরিয়ে ফিরিয়ে একেকজনকে অধিনায়ক করা হবে! এমনটাই জানিয়েছেন ব্রাজিল কোচ তিতে।
বিশ্বকাপ বাছাইপর্বে বুধবার কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে দানি আলভেস ব্রাজিল দলের অধিনায়কত্ব করবেন বলেও নিশ্চিত করেছেন তিতে।
ব্রাজিলের সর্বশেষ ম্যাচে অধিনায়ক ছিলেন মিরান্ডা। গত শুক্রবার তার নেতৃত্বেই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ইকুয়েডরকে ৩-০ গোলে হারায় ব্রাজিল।
তার আগে ব্রাজিল দলকে নেতৃত্ব দিয়েছেন নেইমার। কিন্তু অলিম্পিক ফুটবলে সোনা জয়ের পর এই পদ থেকে সরে দাঁড়ান বার্সেলোনা ফরোয়ার্ড। এর পরই অধিনায়ক নিয়ে এই কৌশল নিয়েছেন তিতে। তার মতে, এতে দলের সব খেলোয়াড়ের মধ্যে দায়িত্বশীলতা বাড়ে। এখন ব্রাজিল দল ‘নেতায় ভরা’ বলে মনে করেন তিনি।
নতুন অধিনায়ক আলভেস বলেছেন, ‘আমাদের দলে অনেক নেতা আছে, তাদের নিজস্ব ভাবনাও আছে। আমি মনে করি না অধিনায়ক হওয়া বাড়তি গুরুত্ব বহন করে। তবে নিজের দলকে নেতৃত্ব দেওয়া অনেক বড় সম্মানের। আমি মনে করি প্রত্যেকের কাছ থেকে একটু করে হলেও দলে নেতৃত্বে অবদান রাখা দরকার। আমাদের অবশ্যই তা আছে।’
৩৩ বছর বয়সি আলভেস ব্রাজিলের হয়ে ৯৬তম ম্যাচ খেলতে যাচ্ছেন। কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার সকাল পৌনে ৭টায়।
সপ্তম রাউন্ড শেষে ১২ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকার পাঁচে আছে ব্রাজিল। এই অঞ্চল থেকে চারটি দল সরাসরি ও পঞ্চম দলটি প্লে-অফ খেলে সুযোগ পায় বিশ্বকাপের চূড়ান্ত পর্বে।