এ বি এন এ : কেরিয়ারের ঊর্দ্ধগতি কি হ্যাপি সেক্স লাইফের ফসল? আমরা অনেক সময়ই আমাদের ব্যক্তিগত জীবন ও কর্মজীবনকে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিতে দেখি। কিন্তু ব্যক্তিগত ও পেশাজীবনকে আলাদা করে দেখতে বলা হলেও এর একটির প্রভাব অপরটির ওপর সুস্পষ্ট। গবেষকদের মতে, পেশার চাপ সামলাতে চটজলদি সমাধান রয়েছে যৌনতায়। কেরিয়ারের উন্নতিতে সেক্সের ভূমিকা কতটা?
আয়ু বাড়াতে সেক্স
যৌনতায় চরম তৃপ্তি জীবনের আশা আকাঙ্ক্ষা বাড়িয়ে দেয়। এমনকি তিন থেকে আট বছর আয়ুও বাড়িয়ে দেয়।
বয়স কমাতে সেক্স
সেক্সের সময় ‘ডিহাইড্রোএপিয়ানড্রোস্টেরন’ হরমোন নিঃসৃত হয় যা সুষ্ঠু বিপাক ক্রিয়ার কাজ করে। এমনকি এই হরমোন চেহারায় আপনার বয়সও কমিয়ে দিতে পারে। রয়েল এডিনবার্গ হসপিটালের এক গবেষণায় জানা গিয়েছে, চল্লিশ বছর পেরনোর পর যারা নিয়মিত সেক্স করেন তাদের বয়স প্রায় পনেরো বছর পর্যন্ত কম দেখায়।
ব্যথার উপশমে সেক্স
সেক্সের সময় অক্সিটোসিন হরমোন নির্গত হয়। এই হরমোনটি ব্যথা ও কষ্টের নিরসন ঘটায়। সেই সঙ্গে এটি ভালোবাসা বাড়িয়ে দেয়। কাজেই এটি কর্মজীবনকে সুখকর করে দিতে পারে। আর এটি একমাত্র যৌনতার দ্বারাই সম্ভব।