এবিএনএ : পশ্চিমা দেশের সিনেমায় গানের ব্যবহার নাই বললেই চলে। কিন্তু এ অঞ্চলের নামকরা শিল্পীরা সারা বছরই গান ও মিউজিক ভিডিও নির্মাণ করে থাকেন। তাদের প্রকাশিত এসব গান ও মিউজিক ভিডিওর কোনো কোনোটি বিশ্বব্যাপী অনেক জনপ্রিয়তা লাভ করে।
ওয়ার্ক ফ্রম হোম : পাঁচ কন্যার ব্যান্ড ফিফথ হারমনি। পাঁচ তরুণী এলি ব্রুক, নরমানি ক্রোড, ডিনা জেন, ক্যামেলিয়া কাবেলো এবং লরেন জরেগুই মিলে ২০১৩ সালে গঠন করেন ব্যান্ড দল ফিফথ হারমনি। প্রতিষ্ঠার তিন বছর পর অর্থাৎ ২০১৬ সালের ২৬ ফেব্রুয়ারি প্রকাশিত হয় তাদের দ্বিতীয় অ্যালবাম ২/২৭। এই অ্যালবামে টাই দোলা সাইনের ফিচারিংয়ে তৈরি হয়েছে ‘ওয়ার্ক ফ্রম হোম’ গানটি এ বছরের সবচেয়ে জনপ্রিয় মিউজিক ভিডিও বলে বিবেচিত হচ্ছে এটি। গানটি প্রকাশের পর এখন পর্যন্ত ইউটিউবে ১১৫ কোটি ৫৫ লাখের বেশিবার দেখা হয়েছে।
দেখুন :
হাস্তা এল আমান্সার :
দেখুন :
পিলোটক :
দেখুন :
ওয়ার্ক :
পপ গায়িকা রিহানার অষ্টম স্টুডিও অ্যালবাম ‘অ্যান্টি’ আনুষ্ঠানিকভাবে প্রকাশ পায় গত ২৮ জানুয়ারি। রিহানার এ নতুন অ্যালবামে মোট ১৩টি গান রয়েছে। ‘অ্যান্টি’ অ্যালবামের সবচেয়ে বড় পাওনা হচ্ছে রিহানার কণ্ঠ। বলা হচ্ছে, এ অ্যালবামে রিহানার কণ্ঠ অন্য যেকোনো সময়ের তুলনায় শক্তিশালী। এই অ্যালবামের ‘ওয়ার্ক’ শিরোনামের গানের ফিচারিং করেন কানাডিয়ান শিল্পী ড্রেক। এতে আরো কাজ করেছেন কানাডিয়ান প্রডিউসার সেভন টমাস। ওয়ার্ক গানটির মূল আইডিয়া ছিল এই টমাসের। গানটি মুক্তির পর এখন পর্যন্ত ইউটিউবে ৭৯ কোটি ১৫ লাখের বেশিবার দেখা হয়েছে।
কোল্ড প্লে :
বিয়ন্সের ফিচারিং এবং ব্রিটিশ ব্যান্ড কোল্ড প্লে’র গাওয়া ‘কোল্ড প্লে’ শিরোনামের গানে পারফর্ম করেছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। ব্রিটিশ ব্যান্ডের মিউজিক ভিডিও হলেও সোনমকে এতে সম্পূর্ণ ভারতীয় পোশাকে দেখা গেছে। গত বছরের অক্টোবরে মুম্বাইয়ের বিভিন্ন স্থানে গানটির দৃশ্যধারণে অংশ নেন সোনম। এই মিউজিক ভিডিওর শুটিংয়ের জন্য সোনমের সঙ্গে কথা বলতেই গত অক্টোবরে মুম্বাই এসেছিলেন কোল্ড প্লে-র লিড ভোকালিস্ট ক্রিস মার্টিন। গানটি প্রকাশের পর থেকে এ পর্যন্ত ইউটিউবে ৬১ কোটি ২ লাখের বেশিবার দেখা হয়েছে।
দেখুন :
আই টুক অ্যা পিল ইন ইবিজা :
দেখুন :
চিপ থ্রিল :