এবিএনএ : বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় প্রথমবারের মতো কোনও বাংলাদেশি হিসেবে জায়গা করে নিয়েছেন বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান।
বেইজিংভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হুরুন গ্লোবাল-এর করা ধনী ব্যক্তিদের তালিকায় তার নাম উঠে আসে। তালিকার ২২৫৭ জন ধনকুবেরের মধ্যে ১৬৮৫ নম্বরে রয়েছেন তিনি। প্রকাশিত তালিকা অনুযায়ী, সালমান এফ রহমানের সম্পদের পরিমাণ ১৩০ কোটি ডলার।
গতকাল মঙ্গলবার প্রকাশিত হুরুন গ্লোবাল-এর ওই তালিকায় স্থান পেয়েছেন ৬৮টি দেশের শীর্ষ ধনী ব্যক্তিরা। তালিকার শীর্ষ তিনজনই যুক্তরাষ্ট্রের। মাইক্রোসফটের প্রধান বিল গেটস এ বছরও বিশ্বের সবচেয়ে ধনী হিসেবে তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছেন। তার সম্পদের পরিমাণ আট হাজার ১০০ কোটি ডলার বলে তালিকায় উল্লেখ করা হয়েছে।
হুরুন গ্লোবাল রিচ লিস্ট ২০১৭ অনুযায়ী, ধনী দেশের তালিকায় শীর্ষ ২০-এর মধ্যে জায়গা করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির অবস্থান ১৯। গত বছর আরব আমিরাতের ১৬ জন ধনকুবের ছিলেন তালিকায়। এবার তা বেড়ে হয়েছে ২১। জিসিসিভুক্ত আর কোনও দেশ শীর্ষ ২০-এ জায়গা করতে পারেনি।
হুরুন গ্লোবাল-এর ওয়েবসাইটে বলা হয়, ওই তালিকার দুই-তৃতীয়াংশ ব্যক্তিই নিজের চেষ্টায় অগাধ সম্পদের মালিক হয়েছেন। অপরদিকে, এক-তৃতীংশ ধনকুবের পারিবারিক সূত্রে সম্পদ লাভ করেছেন।