,
প্রচ্ছদ | জাতীয় | আন্তর্জাতিক | অর্থনীতি | আমেরিকা | লাইফ স্টাইল | ভিডিও নিউজ | ফিচার | আমেরিকা | বিনোদন | রাজনীতি | খেলাধুলা | বিজ্ঞান ও প্রযুক্তি | শিক্ষা

বিপিও সম্মেলনে নিজেদের সক্ষমতা তুলে ধরা হবে : প্রতিমন্ত্রী

এ বি এন এ : দেশে ও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিও খাতের অবস্থান ও সক্ষমতা তুলে ধরতে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিও সম্মেলন। আগামী বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে দুই দিনের ‘বিপিও সম্মেলন ২০১৬’ শুরু হবে। প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বলে  মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এসব অধিবেশনের আলোচনায় মন্ত্রী-প্রতিমন্ত্রীরা অংশ নেবেন। অংশ নেবেন তথ্যপ্রযুক্তি খাতে বিশ্বখ্যাত প্রায় ২০ জন বিদেশি বক্তা। বিপিও সম্মেলন আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশের শীর্ষস্থানীয় টেলিকম ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান এডিএন টেলিকম লিমিটেড। এছাড়া সহযোগী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সামিট কমিউনিকেশন লিমিটেড, ঢাকা ব্যাংক, বিটিআরসি, এ-টু-আই, বেসিস। প্রতিমন্ত্রী পলক জানান, ‘স্থানীয় অভিজ্ঞতা, বৈশ্বিক ব্যবসা’ স্লোগান নিয়ে এবার এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০০৯ সালে বিপিও খাত ৩০০ কর্মী নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে প্রায় ৩০ হাজার কর্মী নিয়ে এই খাত ব্যবসায়িক প্রবৃদ্ধিতে এগিয়ে যাচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশের বিপিও ব্যবসার প্রবৃদ্ধি বছরে প্রায় ১০০ ভাগ, যার বর্তমান বাজার মূল্য ১৮০ মিলিয়ন ডলার। বিপিও সেক্টরে সারা বিশ্বের প্রায় ৬০০ বিলিয়ন ডলারের মধ্যে ভারত ১০০, ফিলিপাইন ১৬ এবং শ্রীলংকা দুই বিলিয়ন ডলার আয় করছে। পলক বলেন, স্থানীয় অভিজ্ঞতার আলোকে বিশ্ববাজারে নিজেদের সক্ষমতা তুলে ধরার জন্য এবারের সম্মেলনে উপজীব্য করা হয়েছে- স্থানীয় অভিজ্ঞতা, বৈশ্বিক ব্যবসা।

Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali
Managing Director: Akbar Hossain
Executive Editor: Mehedi Hasan
E-mail : abnanewsali@gmail.com
Usa Office: 2817 Fairmount Avenue Atlantic city-08401,NJ, USA. Bangladesh Office : 15/9 Guptopara,Shemulbag, 2 nd floor,GS Tola, Teguriha, South Keraniganj, Dhaka. Usa. Phone: +16094649559, Cell:+8801978-102344, +8801715-864295
Server mannarged BY PopularServer
Design & Developed BY PopularITLimited