এ বি এন এ : দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার রাত সাড়ে ৮টায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। বৈঠকে দলের সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়ার অগ্রগতি নিয়েও আলোচনা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।