এ বি এন এ : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) কর্মকর্তা ও বাস মালিকদের সমন্বয়ের অভাবে গণপরিবহনের ভাড়া কমছে না।’
বুধবার দুপুরে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে দূরপাল্লার ডিজেলচালিত বাসে পুনঃনির্ধারিত ভাড়া কার্যকরণ পর্যবেক্ষণে বিআরটিএর মনিটরিং টিমের কার্যক্রম পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।
সড়ক ও সেতুমন্ত্রী বলেন, ‘সরকার-নির্ধারিত ভাড়ার হার গণপরিবহন মালিকরা মানছেন না। আর এটি হচ্ছে বিআরটিএর গাফিলতির কারণে। সংস্থাটির কর্মীরা মাঠে তদারকি করছেন না।’
মন্ত্রী আরো বলেন, ‘বিআরটিএর চেয়ারম্যানকে নির্দেশ দেয়া হবে, বাস মালিক সমিতির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যেন ভাড়া বৈষম্য দূর করেন।’