এ বি এন এ : ইরাকের রাজধানী বাগদাদে তিনটি গাড়ি বোমা হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। এখন পর্যন্ত কোনো জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
সোমবার দেশটির পৃথক তিনটি স্থানে এই হামলা চালানো হয় বলে পুলিশ ও হাসপাতাল সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এ বি এন এ। খবরে বলা হয়েছে, প্রথম হামলাটা হয় বাগদাদের উত্তরাঞ্চলের শাব শিটি জেলায়। এখানে গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত এবং ২০ জন আহত হন। দ্বিতীয় হামলাটি হয় সুন্নী অধ্যূষিত বাগদাদের টারমিয়া এলাকায়। এতে ৭ জন নিহত এবং ১৯ জন আহত হয়। এছাড়া সদরে আরেক হামলায় ২ জন নিহত এবং ৭ জন আহত হয়।