এ বি এন এ : সময় এখন ইন্টারনেট ও স্মার্টফোন প্রযুক্তির। ফলে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। সেইসঙ্গে ইন্টারনেটের বদৌলতে বিশ্বের প্রতিটি বিষয়ই এখন একে অপরের সঙ্গে সংযুক্ত হচ্ছে। ইন্টারনেটের এ উন্নয়নের কারণে বেশ কিছু প্রযুক্তিগত প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। চলতি বছরের এখন পর্যন্ত তেমন কিছু প্রযুক্তিগত প্রবণতা নিয়েই নিচে আলোচনা করা হলো :
মেসেজিং অ্যাপ : মোবাইলের ক্ষেত্রে মেসেজিং অ্যাপ হতে যাচ্ছে নতুন অপারেটিং সিস্টেম। প্রোগ্রাম্যাটিক অ্যাডভার্টাইজিং : ডিজিটাল মিডিয়ার ক্ষেত্রে প্রোগ্রাম্যাটিক অ্যাডভার্টাইজিং হতে যাচ্ছে সবচেয়ে দ্রুতবর্ধনশীল ক্ষেত্র।
মোবাইল ওয়ালেট : অর্থ আদান-প্রদানের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে মোবাইল ওয়ালেট সিস্টেম। অনলাইন থেকে দ্রুত ডেলিভারি : ই-কমার্সের ক্ষেত্রে গ্রাহকের কাছে পণ্য পৌঁছানো ও জাহাজীকরণ খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে। এর কারণ বহু অনলাইন প্রতিষ্ঠান এক্ষেত্রে তাদের প্রভাব বিস্তার করছে এবং দ্রুত পণ্য পৌঁছানোর চার বাড়ছে। খরচ কমাতে অনলাইন : বহু ব্যবসা প্রতিষ্ঠানই তাদের পরিচালণার খরচ কমাতে অনলাইনের আশ্রয় নিচ্ছে।