এ বি এন এ : ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। ইতিহাসের বেদনাবিধুর ও বিভীষিকাময় এক দিন। এইদিনই হত্যা করা হয়েছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
বঙ্গবন্ধুর ৪১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আরটিভি আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান ‘কবিতায় বঙ্গবন্ধু’। এম শামসুদ্দিন মিঠুর প্রযোজনায় ‘কবিতায় বঙ্গবন্ধু’ প্রচার হবে সোমবার রাত নয়টা ৫০ মিনিটে।
বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন কবির রচিত কবিতা আবৃত্তি করবেন শিমুল মুস্তাফা, মাহিদুল ইসলাম, লায়লা আফরোজ, শাকিলা মতিন মৃদুলা, ঝর্ণা সরকার প্রমুখ।
এছাড়াও আরটিভিতে আজ বিকাল পাঁচটা ৩০ মিনিটে প্রচার করা বঙ্গবন্ধুর উপর নির্মিত প্রামাণ্য অনুষ্ঠান ‘মৃত্যুঞ্জয়ী প্রাণ’ এবং বিকাল ছয়টায় প্রচার হবে বঙ্গবন্ধুকে নিয়ে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘শ্রদ্ধাঞ্জলি’।