এ বি এন এ : ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম নারী প্রার্থী হিসেবে নিজের মনোনয়ন নিশ্চিত করেছেন ড্যামোক্রেটিক পার্টির হিলারি ক্লিনটন। প্রয়োজনীয় সংখ্যক ডেলিগেটদের সমথর্ন পাওয়ার পরই তিনি দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের জন্য মনোনীত হয়েছেন।
ড্যামোক্রেটিক পার্টির প্রার্থিতার মনোনয়নের দৌড়ে থাকা বার্নি স্যান্ডার্সকে পরাজিত করে তিনি শেষ হাসি হেসেছেন হিলারি। ফলে এখন রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে মোকাবেলা করায় আর কোনো বাধা থাকলো না তার।
যদি ট্রাম্প তার জন্য প্রয়োজনীয় ডেলিগেট সমর্থন আদায় করতে পারে, তাহলে আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি সরাসরি লড়াই করবেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি হিলারির সঙ্গে।