এবিএনএ : প্রেম নিয়ে লুকোচুরি করাটা যেনো বিনোদন দুনিয়ায় একটা মজা। খুব কম নায়ক নায়িকাই রয়েছেন যারা নিজেদের প্রেমের সংবাদ গোপন করেন নি।
এনিয়ে জানতে চাইলেও কৌশলে তারা প্রশ্নগুলো এড়িয়ে যান। কিন্তু এবার ব্যতিক্রম হলেন সোনম কাপুর। একটি অনুষ্ঠানে সরাসরি বলে দিলেন, প্রেম করি এবং আমরা নিয়মিত অন্তরঙ্গ সময় কাটাই। সম্প্রতি টক শো ‘কফি উইথ করণ’-এ হাজির হয়েছিলেন সোনম কাপুর। অনুষ্ঠানটিতে ব্যক্তিগত নানা বিষয়ে প্রশ্ন করেন সঞ্চালক করন জোহর। সোনমকেও প্রশ্ন করা হয় তার প্রেম নিয়ে। তিনি সোজাসাপ্টা উত্তর দিয়ে দেন।
লন্ডন প্রবাসী ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে সোনমের প্রেমের বিষয়টি ভারতীয় সিনেমা পাড়ায় বেশ আলোচিত। এবার এ বিষয়ে সোনমের উত্তর সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করলো। কারণ অনুষ্ঠানটিতে লন্ডন প্রবাসী ব্যবসায়ী আনন্দ আহুজার নামও বলা হয়েছে।