এ বি এন এ : ভারতের রাজস্থানের বারমেরের কাছে একটি মিগ বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় বিমানে থাকা দুজন পাইলট অল্পের জন্য রক্ষা পেয়েছেন।
বিমানবাহিনী সূত্রে খবর, শনিবার বারমেরের উত্তেরলাই বিমানঘাঁটি থেকে প্রশিক্ষণের জন্য বিমানটি ওড়ে। মহড়া চলাকালীন হঠাৎ সেটি ভেঙে পড়ে। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে দেশটির বিমানবাহিনী।
গত বছরেই মহড়া চলাকালীন জম্মু-কাশ্মিরের সইবাগে মাঠের উপর ভেঙে পড়েছিল একটি মিগ। ভারতে মিগ দুর্ঘটনার বিষয়টি নতুন নয়। ১৯৭০ সাল থেকে বার বার দুর্ঘটনায় দেড়শ’রও বেশি পাইলটের মৃত্যু হয়েছে। ২০১২ থেকে যে ক’টি যুদ্ধবিমান দুর্ঘটনার শিকার হয়েছে, তার অর্ধেকই মিগ। এই কারণে একে ‘ফ্লাইং কফিন’ও বলা হয়।