এবিএনএ : গণভবনের বাবুর্চি পরিচয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সই জাল করে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশেষ কোটায় এক ছাত্রীকে ভর্তির সুপারিশ করতে এসে ধরা পড়া নারীকে দুই দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। তার নাম হাছিনা বেগম। পাঁচ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে সোমবার ঢাকা মহানগর হাকিম মুহাম্মদ মাজহারুল ইসলাম এই আদেশ দেন। এ সময় ওই নারী আদালতে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর সই জাল করে একটি সুপারিশপত্র নিয়ে গতকাল রবিবার হাছিনা বেগম নামে ওই নারী এক ছাত্রীকে ভর্তি করাতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে যান। সন্দেহ হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই নারীকে আটক করে পুলিশে সোপর্দ করে। আজ মামলার তদন্ত কর্মকর্তা শেরে বাংলা নগর থানার উপপরিদর্শক আব্দুল মালেক ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে আসামিপক্ষে রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন মো. শফিকুল ইসলাম।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গণেশ গোপাল বিশ্বাস জানান, আটক হাছিনা বেগম দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীসহ সরকারের নীতিনির্ধারকদের সই জাল করে প্রতারণা করে আসছিলেন। তিনি নিজেকে গণভবনের বাবুর্চি হিসেবে পরিচয় দিয়ে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে দেখা করেন ওই সুপারিশপত্র দেন।