এবিএনএ : দেশের শীত কবলিত এলাকার জনগণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কম্বল প্রদান করেছে ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)।
আজ সংগঠনের সভাপতি মো. নজরুল ইসলাম মজুমদার এবং সংগঠনভুক্ত ব্যাংকগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাগণ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই কম্বল হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, আর্ত মানবতার সেবায় ব্যাংক মালিকদের এগিয়ে আসায় প্রধানমন্ত্রী তাদেরকে ধন্যবাদ জানান।
তার আহবানে সাড়া দিয়ে আর্ত মানবতার সেবায় সব সময় এগিয়ে আসার জন্যও ব্যাংক মালিকদের প্রধানমন্ত্রী ধন্যবাদ জানান।
দেশের উন্নয়নে বেসরকারি খাতের ব্যাংকগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলেও এ সময় প্রধানমন্ত্রী অভিমত ব্যক্ত করেন।
সরকার ইতোমধ্যেই শীত কবলিত এলাকাগুলোতে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ শুরু করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রত্যন্ত জনপদে শীত কবলিত জনগণের মাঝে এই কম্বল পৌঁছে দেয়া হবে।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী এবং বিভিন্ন বেসরকারি ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।